প্রেম ও প্রকৃ‌তি

প্রেম ও প্রকৃ‌তি

হা‌বিবুর রহমান হা‌বিব

উত্তাল ঝ‌ড়ের মা‌ঝে প্রকৃ‌তি এক‌দিন থে‌মে যা‌বে,

ধ্বংসলীলায় আবার জে‌গে উঠ‌বে সবুজ বনভূ‌মি।

কোন যুদ্ধই চিরকাল থা‌কে না,

তবুও ধ্বংসস্তু‌পে প‌রিনত হয়,

মানুষ,গ্রাম,শহর।

সাগ‌রের ঢেউ গু‌লো উথ‌লে উ‌ঠে পাহা‌ড়ে,

সুনামীর ম‌তো ।

অশান্ত পৃ‌থিবী আবার শান্ত হ‌বে,

ভালবাসা জে‌গে উঠ‌বে সবুজময়,

র‌য়ে যা‌বে শুধু ই‌তিহাস।

তারপর.....

তোমার আমার পুরা‌নো সেই সব,

ধূ‌লোমাখা স্মৃ‌তি।

কথা ছিল অম্লান চিরকাল প্রতিশ্রু‌তি ।

উদ‌্যাম সাগ‌রের ঢেউ‌য়ের ম‌তো ,

প্রেম স্প‌র্শে ছুঁ‌য়ে যা‌বে সারা শ‌রিরীর,

উত্তপ্ত চুম্ব‌নে ভ‌রে যা‌বে ঠোসায়,

প্রতি‌টি অঙ্গ প্রত‌্যঙ্গ ।

র‌ক্তের ধারা প্রবা‌হিত হ‌বে

শিরা উপ‌শিরায়।

প্রতি‌টি ভাংকা‌রে যুদ্ধ অ‌বিচল,

কোন অস্ত্র বির‌তির সিদ্ধান্ত নয় ।

ঝ‌ড়ের ম‌তো,উত্তপ্ত কথা হ‌বে,

নরম শরী‌রে,শরী‌রে,

আ‌রেক সবুজ পৃ‌থিবীর অ‌পেক্ষায় ।