কাঁদে মন

কাঁদে মন

আলমগীর হোসাইন

স্মৃতিচারনে আবেগ দিয়ে মনকে কাঁদায়ে

হৃদয়ক্ষয়ে যে কথাগুলো বেরিয়ে আসে

কেউ খবর রাখেনি কতো অশ্রু ঝরেছে

প্রতিটি শব্দ চয়নে বেদনার্ত ভাব প্রকাশের।।

শান্ত প্রকৃতি শুধু অস্হির অশান্ত এ মন

না পাবার যন্ত্রণা জৈবিক চাহিদার বিসর্জন

জীবন থেকে স্বর্ণালী দিনগুলো ফুরায়ে গেলো

অর্থাভাবে অবহেলায় অনাদরে কালক্ষেপন।।

উভয়কুলে চাওয়া পাওয়া সুখ দুঃখের দোলায়

মন হারিয়ে যায় মুঠো ফোনের আলাপচারিতায়

অতৃপ্ত জীবনের কামনা অনাগত দিনগুলোতে

খুঁজি দুজন দুজনাকে আরোও আপন করে।।

জীবন সংগ্রামে বাস্তবতায় প্রতিরোজ হারমেনে চলা

কেউ জানেনা মনের খবর প্রকাশ করবো কোথা!

দিনক্ষণ বছর শেষে আবার আসিবে ফেরারী বসন্ত

অপেক্ষায় প্রহর গুনে মন হয়ে যায় অশান্ত।