কোন এক পড়ন্ত বিকালে

কোন এক পড়ন্ত বিকালে
-বিচিত্র কুমার
যদি কখনো মনে পড়ে আমাকে
তুমি চলে এসো কোন এক পড়ন্ত বিকালে,
সৈই শানবাঁধানো পুকুরের তীরে সখীদের ভীড়ে 
এখনো সেখানে প্রজাপতি দল ডানা মেলে।
শিমুল ডালে এসে বসে মাছরাঙা স্বপ্ন দেখে
যেন কোন এক পড়ন্ত বিকালে।
পাতি হাঁসেরা সাঁতার কাটে ভেসে ভেসে জলে
শানবাঁধানো পুকুরের গভীরে ছন্দ সুরে,
হলুদ পাখিরা পাখা ঝাপটায় এসে পুকুরের তীরে 
ভ্রমরেরা গান গায় দলবেঁধে দূরে।
স্বপ্ন বাসাবাঁধে অন্তরে অন্তরে মনে মনে
যেন কোন এক পড়ন্ত বিকালে।
আধো-আলো খেলা করে বেলা যায় বয়ে
পাখিরা ঘরে ফিরে শুধু চেয়ে চেয়ে,
মনে পড়ে তোমার কথা যেন ক্ষণেক্ষণে
মুখোমুখি বসতে তুমি গল্পের কাব্য নিয়ে। 
কথা হতো চোখে চোখে কথা হতো নীরবে
যেন কোন এক পড়ন্ত বিকালে।
দুপচাঁচিয়া,বগুড়া,বাংলাদেশ।