আনন্দ আশ্রম (অণু গল্প )

আনন্দ আশ্রম (অণু গল্প )

তপনকান্তি মুখার্জি 
        মহানন্দর প্রাপ্তির ঘর সেই অর্থে শূন্যই । বিশাল নদীটার পাড়ে তার আনন্দ আশ্রম । সেখানে মাথা ঠেকাঠেকি করে দাঁড়িয়ে কাশের সারি । মাথায় আলতো করে হাত বোলায় মহানন্দ । তার মাথার ধবধবে সাদা চুল আর সাদা কাশফুল মিলেমিশে একাকার । মাধুকরী করে যা পায় তাই ফুটিয়ে চলে যায় বেশ । জমা কিছু নেই , তবে শান্তি অনেক । 
          একটু দূরে জমিদারবাড়ি । সবসময় গমগম করে । বিপথগামী যতো পথ ঢুকে যায় খোলা সিংহদুয়ার দিয়ে । যেমন রোজগার , তেমন বেদনা । 
            জমিদার আসেন আশ্রমে । বলেন , 'আমাকে ' সঙ্গে নেবে ? ' মহানন্দ হাতজোড় করে বলে , ' যদি সংসারের কঠিন বাঁধন ছেড়ে বেরোতে পারেন তো জুটে যাবেন আমার সাথে ।'
              মহানন্দর চোখেমুখে নিরুদ্বেগের পর্যাপ্ত আলো । জমিদার ভাবতে বসেন , ' জীবনটাকে এতো সহজ করে নেওয়া যায়