বৃন্তির উপন্যাস  ( তৃতীয় পর্ব ) 

বৃন্তির উপন্যাস   ( তৃতীয় পর্ব ) 

মালা মুখোপাধ্যায় 

সবুজ শাড়ি বদলে চুড়িদার পরে

বৃন্তি কলেজে যায় সাইকেল চেপে

পাকা রাস্তার পাশে পাশে দুই দিকে ধান ক্ষেতে চোখ বুলিয়ে বুলিয়ে চলে

আর ভাবে 

সবুজের ঢেউ 

সবুজের মেলা

সবুজের খেলা

সবুজের সবুজেপনা

বড়ো আল্লাদী ইমন। 

ঠুঙরী চালে সাদা বকের সারি বড়ো বড়ো ঠ্যাঙ ফেলে জমিতে মুখ ডুবিয়ে মাছ ধরা 

সাপে শামুকের ঝাপটানো

ব্যাঙের বেঁচে ফেরা

দশপায়ে কাঁকড়ার হাঁটা

জলঢোঁড়ার ভীতু চলন

বড়ো বটগাছের গম্ভীর হয়ে চেয়ে থাকা

সবমিলিয়ে বড় সুরে সুরে বাজে 

‍বৃন্তির।

এই সুর আরও মেঘমল্লার হয়ে ওঠে

যখন রাস্তার মাঝে ছেঁড়া জিন্স পরা বিশুদা একটা উপন্যাস দিয়ে বলে,পড়িস,

বৃন্তি ঘাড় নেড়ে মিষ্টি হেসে দূরে মিলিয়ে যেতে যেতে 

বলে, বিশুদা , তুমি মেঘ হয়ে বৃষ্টি নামাও অসময়ে

তুমিই তো আমার সেই উপন্যাস।