কবিতার স্ফুরণ

কবিতার স্ফুরণ

আব্দুছ ছালাম চৌধুরী

আমি দেখেছি কবিকে গোধূলির রঙ স্পর্শ করতে—
মন বাড়িয়ে কবিতার রঙ-রূপ ছুঁইতে। 
দেখেছি শব্দের কলি রাঙাতে, ঠিক সূর্যের কিরণের মতো, 
আর সেই কিরণের পদাঙ্ক অনুসরণ করতো বৃক্ষরাজি। 
তবে কখনো দেখিনি অ -প্রেমে , দেখেছি শব্দের মেলবন্ধনে
দেখেছি দূর্বাঘাসে, কিংবা টেমসের প্রাচীরে-ভাবনা বিভোর। 
আমার দেখা অ -দেখায়,তবো কবি রাঙানো শিল্পের আঙিনায়। 
কবি বিষন্ন ; হতেই পারে না। কবি দীপ্ত মাঠের প্রথম কুহেলিকায় 
আলোর সম্পর্কের মুকুর।
নতুনের ভাবনায়, উত্তরের জানালায়—দখিনার দোলনায়। 
কবি উচ্ছ্বসিত; মেঘে অ-মেঘে, সূর্য রশ্মিতে —
অকুণ্ঠ ভালোবাসায় প্রতীক্ষারত; 
তার অনুরক্ত, তারই কবিতার স্ফুরণ, প্রাণচঞ্চল
তার পংক্তির অনুকরণ!  এমন দুঃসাহস কার।
কখনো মনে হয়নি কবি হতে নীল ফুরিয়ে যাবে----  
আমি চাহি কবি থাকুক ; অফুরন্ত জোছনার পরতে পরতে  
আমন্ত্রিত হোক প্রিয় কবি—বাংলা ভাষার বিশ্বায়নে।
এ হৃদয় কবিকেই খুঁজে----কবিতার রঙ রূপে।