কষ্ট

কষ্ট


কুমার রুদ্র

তবুও অপেক্ষায় থাকি
একটি সোনালি বিকেলের,
যেখানে থাকবো তুমি আমি,
পাশে অবারিত খোলামাঠ, আর বিস্তর মরুভূমি,
কাটাব কিছুটা সময় খুনসুটি গল্প, আড্ডায়।

আর আমরাও থাকবো জনান্তিকে,
সবার অলখে
টুকরো টুকরো বাদাম খাবো,
এক পৃথিবীর গল্প বুনবো।
কিন্তু কথা দিয়েও তুমি আসোনি...
সেই থেকে অপেক্ষার পিদিম
জ্বেলে দাঁড়িয়ে থাকি
তোমার আশায়।

এসো 'কষ্ট'
মানুষের ভিড় ঠেলে
আমার কাছে,
তুমিতো মানুষের মতো অতোটা নির্দয় আর পাষণ্ড নও,
এসো কষ্ট, 
এসো অপেক্ষার প্রতিটি বিকেলে।
এসো, এসো আমি তোমার পায়ে অর্ঘ্য দেব,
বিস্তীর্ণ সেই নদী, মাঠ
এখনো তোমার জন্য কাঁদে,
আমি বাতাসে কান পাতলে সেই ক্রন্দনধ্বনি শুনতে পাই,
আমার উষর দু'চোখেও এখন জল নেই, 
শুকিয়ে গেছে 
তবুও আমার অপেক্ষা চলমান, চলছে, চলবে-
শুনো 'কষ্ট' 
সেই ঠিক জায়গাতেই এখনও আমি আছি,
যেখানে একদিন তিলোত্তমার আসবার কথা ছিল..