ক্ষণিকের সহযাত্রী (৪ র্থ পর্ব)

ক্ষণিকের সহযাত্রী (৪ র্থ পর্ব)

মালা মুখোপাধ্যায় 

নদী পেরিয়ে বাসরাস্তা... 
সেখানে সদলবলে বৃন্তি চলেছে কলেজে,  বাসে উঠে  হঠাৎ দেখে সামনের সিটে বসা কে একজন বার বার তাকায় 
মন্দ না 
আবার সাহস কম না
এক বাস ভর্তি সকলের মাঝে থেকে বার বার 
ঘাড় ঘোরায়
বৃন্তি ভাবে সাহস তো বেশ 
জানা নেই চেনা নেই
ক্ষণিকের সহযাত্রী
মাঝে মাঝে চারি চক্ষের মিলন
ঠিক যেন শরতের কাশফুল
সবুজ মাঠের মিঠে হাওয়া
উঠোনের মাঝে পড়ে থাকা
রাশি রাশি শিউলি
আকাশে ভেসে বেড়ানো 
পেঁজা তুলোর মতো বাউন্ডুলে মেঘ
দেখে মনে হয় চিনি কি তারে ?
বয়স  তো অনেকটা আমারই মতো
বোধ হয়  কলেজে পড়ে। 

শিবুদা তোমার বৃন্তি কি তাহলে
নতুন উপাখ্যান লিখতে চলেছে
নষ্টা নন্দিনীর ?