গোপন ক্ষত

গোপন ক্ষত


রুমানা পারভীন রনি

অযুত লক্ষকাল অপেক্ষায় থাকা আমি
প্রতিটা মুহূর্তে নতুন করে বুঝে যাই
আমি তোমার কেউ না
আমি তোমার কোথাও কোনদিন ছিলাম না।

অবহেলাগুলো আমাকে একটু একটু করে
সীমানার বাইরে ছুঁড়ে দিয়েছে,
আমি আহত চোখে তোমাকে দেখি
আর অভিমানের হাত ধরে সরে সরে যাই ।

আমি ভীষণ কষ্ট পাই, 
তুমিও বোঝ আমার রক্তাক্ত হওয়া,
তুমি নীরব উৎসবে মেতে উঠ
হৃদয়ের ক্ষরণ তোমাকে উল্লসিত করে।

কোন বৃষ্টি ভেজা বিকেলে চায়ের কাপ হাতে 
বারান্দায় বসে যখন কাপে ঠোঁট ছোঁয়াবে
তখন কি মনে পড়বে আমাকে?
মনে পড়বে আমাকে ঘিরে তোমার গোপন ইচ্ছের কথা?

অথবা আকাশ পাতাল ভেসে যাওয়া জ্যোৎস্না রাতে
অবগাহনে ডুবে গিয়েছিলাম প্রকৃতির খেলায়
চোখের সুধা মিটিয়েছ বুভুক্ষুর মতো,
মনে পড়বে মাতাল সেই রাতের কথা?

আমি কিছুই ভুলিনি,ভুলতে পারিনি
ভালোবাসার খেলায় হেরে গিয়েছি বরাবরের মতো,
তোমার স্মৃতিরা আজ রাতের জ্বোনাকি
আজও অপেক্ষায় থাকি তোমার আহ্বানের।

দিনগুলো চলে যাবে এভাবে,
তোমার ফিরে আসা হবে না।
কাঁদামাটির মনটা আজ ছাঁচে পড়ে পুড়ে গেছে
সেখানে আর কোন দেবতার আসন হয় না।

ভুলে গেছো,
ভুলে যাচ্ছি, 
ভুলেও যাবো একদিন,
শুধু ক্ষতটা বয়ে বেড়াবো আজীবন।
বেঁচে থাকার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাকে।
ভালো আছি
ভালো থেকো।