খিদে হারিয়ে গেছে অনেক দিন

খিদে হারিয়ে গেছে অনেক দিন

সম্পা পাল

খিদে মাপতে বসেছি

আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছি

ভিখারিটা হাত পেতে বসে আছে কয়েক যুগ

স্বপ্নে "আচ্ছে দিন"

অথচ আজ এমন কেউ আসেনি

অভাবেরর ঐশ্বর্যকে কিছুতেই ঢেকে দিতে পারেনি গ্ৰীষ্মের বিজ্ঞাপন।

অথচ বিগত দু -দশক ভুলতে বসেছে অনেক কিছু

ভুখ হরতালে সামিল হতে গিয়ে সেদিনের মানুষগুলো এখন মেশিন 

রাজধানী শহর এভাবেই জীবন যুদ্ধ দেখে অভ‍্যস্ত

আমিও জানতাম না দিল্লী ফেরত জাহাজ ছিল রসদহীন

শুধু খিদে হারিয়ে গেছে অনেক দিন...