ইস্তেহার

ইস্তেহার

ফাল্গুনী চক্রবর্তী

শিমুল ফুলে সাজানো রাত

রাতের স্বপ্ন

বৃষ্টির বিনির্মাণ ঘিরে চোখ 

ঝরে যায়

জল নয় শুকনোয় টিয়াল 

হয় মাঠ

খোপার গজরার ঝলসা ঘিরে 

মন রাঙি

একরাশ চিঠির বালিকা বেলায়

রোদ নামে

স্মৃতির মোন ভিড় করে 

পুরাতন ঢিপ

বেলার বৌ সাজে মিলায়

নিমের বোঝাই

একহাঁড়ি পায়েসের খুশবুতলায়

রাখা যায় প্রেমের মলমল