খবর

খবর

ফারজানা আফরোজ

খবর, খবর, খবর

খবরের কাগজে খবর পড়ছি

শিরোনাম কখনো বা খেলার।

কারো পছন্দ বিনোদন,

কারো বা অর্থনীতির পাতা।

কেউ বা খুঁজে দেশ-বিদেশের খবর,

কেউ বা চাকরি-বাকরির।

কখনো দেখে বিজ্ঞাপন,

কখনো গল্প,কাহিনী।

সাহিত্যের পাতায় সাহিত্য দেখে,

কেউ রাখে খবর রাজনীতির।

আবহাওয়ার খবরও পেয়ে যাবো যদি,

পত্রিকাটা হাতে রাখি।

কভু সত্য,কভু মিথ্যা,

হাজার খবর থাকে।

আজকের খবর কালকে হয় পুরোনো,

নতুন খবর আসে।

খবর পড়ি পেপারে,

খবর দেখি টিভিতে কিংবা অনলাইনে।

ভালো খবর পেয়ে হই খুশি,

দুখের খবরে দুখি।

ভালো খবর পেতে চাই সবে,

সেই আশাতেই থাকি।

রোজ সকালে চায়ের সাথে,

পত্রিকাটা থাকা চাই।

ভালো, মন্দ যাই হোক,

ব্রেকিং নিউজ দেখা চাই।