সুললিতা

সুললিতা

আব্দুল হাকিম 

হৃদয়ের বীণায় - একটি সুর ওঠে ভাসি

অমৃতময় " সুললিতা " তব মধুর হাসি

হাসি নয়! ও যেন চকোরীর সুরের মতন

আমার সমস্ত তনুমন করেছো হরণ।

এতো মায়াময় সুর,আহা কেমনে প্রকাশিয়া! 

অদ্ভুত প্রেমাবেশে নিয়েছো এ হৃদয় হরিয়া

তোমার হাসির চরণে নমিবে পুষ্পদল -

শশীকলা সেবিবে তোমার, দু ' চরণতল।

ওগো বিদেশিনী,

ওগো সুরপতি বিহঙ্গ ভাষিণী -

চিরকাল দিয়ে এ মোহিনী হাসি

হাসির রশিতে মোরে দিয়োগো ফাঁসি। 

কোনোদিনই হেরিনি তোমার বদন কান্তি

শুধু জোসনাঝরা হাসি শুনে পেয়েছি শান্তি, 

যদি নয়নে কোনদিনও না পায় দেখা -

তবু চিত্তে যুগে যুগে আঁকিবে এ হাসির রেখা।

হে দূরদেশি

প্রেম না দিলেও, শুধু দিয়ে যেয়ো হাসি

হৃদয় না দিলেও হৃদয়ে সপিয়া 

চিরকাল রেখো মোরে হাসিতে বাঁধিয়া।