দু এক কথা

দু এক কথা


তীর্থঙ্কর সুমিত

দু - একটা কথা
না বললেই নয়
পথটাকে যখন রাস্তা বানিয়েছিল
তখন কি প্রতিবাদে সামিল হয়েছিলে?
নদীর কথা লেখাছিলে  
তোমার কাব্যে?
আমি ভাটার মুখে জোয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখেছি
আলিঙ্গন করেছি সময়ের সাথে
তাইতো মূল্যকে মাপা হয়েছে
উচ্চতার শিকরে ।