তুমি ও পোশাকের নন্দনতত্ত্ব 

তুমি ও পোশাকের নন্দনতত্ত্ব 

আমিনুল ইসলাম 

জামা খুলতেই প্রজাপতিগুলো চতুর্দিকে~

স্টিয়ারিংটা প্রচন্ডভাবে দখল রেখেছে মন

মাত্রাতিরিক্ত গরমে পাশাপাশি বরফও গলছে~

এই গলে যাওয়ার সহবৎ 

সংবেদন সংকটের মুহূর্তে শামুকের মোড়ক 

উন্মোচিত হ্রদ পর্যন্ত ভালোবাসার লীন তাপ

খোলা-জামার ভাষ্কর্য ~

অলোকনির্যাতনের আলো প্রবাহ

বিপুল বিস্ময় সম্ভারে ওজন-পাল্লাটি ঝুঁকছে

কার দিকে, কেনই বা এই ঢল~

এসব প্রশ্নবাচক কৃৎপ্রত্যয় কেনই বা লিখছি 

জবাব আঁচড়ে চিরুনি ফিরে যাবে শেষ ট্রেনে

আলনায় রাখা জামাটি আদুরে হাওয়ায় মশগুল 

নিরক্ষর টেবিলে কলমটি ভাবছে~ 

আগামী বসন্ত কোন ফুলে লেখা হবে রঙিন খাম...