চঞ্চলা চৈতী

চঞ্চলা চৈতী

দোদুল পার্থ

একদিন ফুটেছিল বুনো ভাঁটফুল  

চৈতী হাওয়ায় মিশে উদাসী দুপুর ।

কিশোরীর বেণীদোলা অবুঝ বেলা

নন্দিত প্রহর যেন উর্বশী নূপুর ।

আধোলাজে ফিরে চাওয়া চন্দ্রকিশোর,

মিটিমিটি আঁখিদ্বয় বিমূঢ় ব্যাকুল ।

উথাল পাথাল করে হৃদয় মাঝে

কে যেন ছড়ায়ে পিছে সুরভী মৃদুল ।

মনের আগল ভেঙে প্রণয় ভানু

উঁকি দেয় দূরবনে তৃষিত চোখে।

বাতাসে উড়িয়ে ডানা তিতিরপাখি

কিছু কথা বলে যায় হাসিমুখে ।

সবুজ পাতার ফাঁকে গুনগুন সুরে

থেকেথেকে নেচে যায় ষোড়শী বাতাস।

দুরুদুরু কাঁপে বুক আকুল সমীরণ 

লাজ বরণে সেজে মুগ্ধ আকাশ ।

আনচান করে মন কোন আবেশে

অচেনা আনন্দে নাচে অবোধ ক্ষণে।

মদির ভ্রমর আজি মধু পিয়াসে

ফুটে আছে ভাঁটফুল সবুজ বনে ।

চঞ্চলা চৈতীর হাসিমাখা গাল

মুগ্ধ নয়নে দেখে চন্দ্রকিশোর ।

ব্যাকুল হৃদয় ভরা প্রেমের সুধা

প্রণয়ী সুবাস পেতে তৃষিত বিভোর।