চাঁদ

চাঁদ

হাসনা বানু

রাতের অন্ধকারে আকাশে সোনার 

থালার মত চাঁদ ভীষণ প্রিয় আমার 

সাদা মোমের মত গলে পডা দুধসাদা আলো 
ধুয়ে দেয় মনের সব জমা ময়লা ধূলো কালো 

শৈশবে বিস্মিত হতাম আমার 
      সাথে চলে কেন চাঁদ ? 
ভাবতাম চাঁদমামা আমায় ভুলাতে 
     পেতেছে নতুন কোন ফাঁদ ! 

আমি হাঁটলে চাঁদও হাটে 
  দৌড় দিলে সেও দৌড়ায় 
 চাঁদ মামা চাঁদ মামা ডাকে 
মা বাবা দাদা নানা সবাই 
     
আমি ডাকি আমার ছেলেমেয়েও 
ডাকে আয় আয় চাঁদ মামা 
চাঁদ মামা ডাকলেই না কি 
কপালে তে টিপ দিয়ে যায় 

চাঁদে না কি মানুষ গেছে অবাক 
   হয়ে ভাবতাম কৈশরে 
  এও কি সত্য ছোট মনে 
    শতচিন্তা হাজারো প্রশ্ন 

১৯৬৯ সালে ২১ জুলাই দুজন 
  মানুষ সত্যি চাঁদে পা রাখলেন 
ধন্য ধন্য রব উঠলো বিশ্বময় 
মানুষই সব পারে প্রবল 
        ইচ্ছে যদি হয় 

চাঁদ কে ভালোবাসি ? কি জানি 
না কি অন্ধকার ভেদ করে জেগে ওঠা 
   পাগল করা জ্যোস্না কে ? 
 জ্যোস্নার মায়াময় আলো ছাড়া 
চাঁদ কে কিছুতেই ভাবতে পারি না যে !! 

চলছে স্বপ্নের সাঁকোতে 
  চাঁদের লুকোচুরি খেলা 
কি যে লিখবো ভেবে ভেবে 
   কেটে গেল আমার সারাবেলা !!