রুপালি চাঁদ

রুপালি চাঁদ

সালমা খান 

কেমন করুণ চরণ ফেলে,কেমন করুন চোখে

চাঁদনি আমার চুপটি করে ওঠো নীল আকাশের বুকে!'

সত্যিই বটে প্রণয় খেলায় রপ্ত তোমার চোখ

তুমি ছাড়া বুঝবে কে আর চন্ডীদাসের শোক

বন্ধু যদি হও গো আমার বলো না চাঁদ, বলো

অনড় প্রেমে মজে যে জন সেকি বোকা হলো?

দুই পা ছড়ায়ে বসো এই পৃথিবীর কোলে

তোমার চাঁদনি পসরা সাজিয়ে নেবো আমার বুকের আঁচলে,

যুবুথবু ধানক্ষেত নিশির শিশির ফোটা রুপালি আলোয় জ্বলে।

অস্ফুট পেঁচার ডাকে প্রভুভক্ত কুকুর বাড়ির পাহারায় চোখ মেলে থাকে,

তুমি তখন আকাশের মেঠো পথে থেমে ভেসে যাবে চলে।

আমি না'হয় পারি দেবো প্রেম সাগরে তোমার হাতটি ধরে,

ভালোবাসার গল্প গুলো ডিঙি নৌকা ভরে ডুব দেবো নিরব সিন্ধুজলে।

অবোধ আহ্লাদে আমাদের প্রেম শেষ হবে যখন চলে যাবে পশ্চিমের পানে,

এই টুকু সময় থাকে কেটে যাবে রুপ আর কামনার গানে।