চাঁদ তাঁরার খেলা

চাঁদ তাঁরার খেলা

রাসেল আহমেদ সাগর 

 অশ্রুসিক্ত চোখে দেখি 

আকাশে তাঁরার মেলা, 

সবার অগোচরে জমেছে বেশ 

শুকতারা আর চাঁদের খেলা।

 বিশাল হৃদয়ের অধিকারী চাঁদ 

সদায় হাস্যজ্জল, 

অভিমানি শুকতারা 

নিজ রুপে করে ঝলমল। 

সকল তাঁরা যখন যায় লুকিয়ে 

চাঁদের সঙ্গী হয়ে থাকে সুখ তাঁরা, 

গভীর রজনী করে পাড় 

মগ্ন প্রেম লীলায় ওরা। 

মানব মানবী দুই বিছানায়

নেয়না কেউ কারো খবর, 

সঙ্গীহারা কাক খোঁজেনা নতুন সঙ্গী   

একাকী কাটায় জীবন ভাবে সবাই পর। 

উত্তাল ঢেউয়ের স্রোতে

 জাহাজের তলদেশ হয় ক্ষতবিক্ষত , 

তবুও হয় না ফুটো   

উপর টাকে রাখে রঙ্গিন অক্ষত। 

 কূল কিনারাহীন সাগরের নাবিক 

মনে নাই যেনো তার কোন ভয়, 

কিশোর কিশোরীর প্রেম হালাল হলে 

পৃথিবীটা সহজে করে তারা জয়। 

 আমার আকাশ টা থাকনা মেঘলা 

তোমার টা হাসি মাখা রোদ্দুর , 

মনের সুতোয় পড়বে টান ঠিক 

যতই থাকিনা কেন দূর।