ভালোবাসা, আহা ভালোবাসা

ভালোবাসা, আহা ভালোবাসা

গোলাম কবির

  দুরত্ব বাড়ছে খুব মানুষে মানুষে,

  বাড়তে বাড়তে ছাড়িয়ে যাচ্ছে আসমান,  

  মেঘের ওপারে মেঘ জমছে কেবল, 

  বৃষ্টিহীন খাঁ খাঁ বুকের জমিন! 

  চাষাবাদ হচ্ছে না ভালোবাসার, 

  মানুষের ভালোবাসা এখন যেনো 

  একসময়ের খুবই গুরুত্বপূর্ণ অথচ 

  বর্তমানে অচল লাল রঙের পোস্টবক্সের

  মতো বাতিল হয়ে জং পড়তে পড়তে 

  নিশ্চিহ্নপ্রায় হতে চলেছে, এখন

  ভালোবাসা শুধুই নিজেকে নিয়ে নিজের জন্য! 

 ভালোবাসা, আহা ভালোবাসা!