চুর তাপের রাত

চুর তাপের রাত


ওয়াহিদ সারো


বৃষ্টি ভিঁজতে মন চায়
মুক্তালোকে বেরুতে ভয়
ভিতর স্যাঁতসেঁতে
চুর তাপের রাত।
বয়সটা কী এমন
না হয় তালগাছ ছুঁয়েছে আকাশ
চোখ জুড়ো সবুজাভ
ধবল জ্যোৎস্নার ঢেউ নদীর বাঁকে।
হাতটা বাড়িয়ে দাও
ভেঙ্গে সংকোচের প্রাচীর
সুফলা বৃষ্টির আনন্দকে
সাজাবো রামধনুর সাতরঙে।