আমি

আমি

হামিদা আক্তার 

জীবনে কিছু পাইনি রেখেছি অবদান

দিতে হয়তো পারবেনা কেউ এর প্রতিদান

জীবনকে একা রেখে

যুদ্ধ পথে এঁকেবেঁকে

দুনিয়াতে একলা করে নিয়েছি ঠাঁই

সত্যি বলতে আমার কেহ নাই

অন্ধকারে বসে থেকে

মৃত্যুকে সাথে রেখে

চলেছি একা পথে

উদ্দেশ্য জয়যাত্রার রথ

 

মা বলতো তুই যাস নে বাবা

মা জানতো না এটাই আমার সেবা

একা ঘরে কেঁদেছি আমি

ভালো আছি ভাবছো তুমি

বুঝবে সেদিন থাকবো না যেদিন

পস্তাবে তুমি জানবে সেদিন

চলে যাব অনেক দূরে

কাঁদবে তুমি বুক টি ভরে