জয়িতা

জয়িতা

গোলাম কিবরিয়া ( শরীফ) 

জয়িতা,

তোমায় তৃপ্ত করা হয়তো কখনো ই 

আমার হয়ে উঠবে না, 

কারন, তুমি তৃপ্তির ঢেকুর তোলার 

চেয়ে অভিযোগ করতে

 বেশী ভালোবাসো।  

হয়তো তোমার সাথে এভাবে ই 

কাটবে বাকিটা জীবন। 

অথবা, বিচ্ছেদের কোনও এক 

মাতাল নেশায় ছুটে যাবে -

অন্য কোথাও, অন্য কোনও শহরে,

অথবা অন্য কারো কাছে। 

সেদিনও জেনে নেবো তুমি -

আমার। 

কারন তুমি আমাকে -

ভালোবাসতে শিখিয়েছো।

শিখিয়েছো ভালোবাসার প্রকাশ। 

জয়িতা, আমি জানি -

বিরল প্রকৃতির নারী তুমি। 

কখনো অবলা, সহজ সরলা । 

কখনও তোমার চঞ্চলা মুখে -

ইচ্ছে করে চিহ্ন এঁকে দেই। 

কখনও তোমার নাগীনির মত 

ফনা তোলা কাঁপন ধরা মস্তকে -

আমি দেখি মহামূল্যবান মনি। 

জয়িতা,

তুমি আমার - সেটা তুমি ভুলে যাও। 

কোনও এক সহযোগিতার হাত বড়ানো

অদৃশ্য ছায়ার হাতছানিতে। 

আবার ফোন উঠিয়ে বলো -

" আমি তোমায় ভালোবাসি। "

এভাবে চলবে তোমার আমার 

মান অভিমান, তোমার আমার -

খেলা। 

তুমি আছো খুব ছোট্ট একটা অংশে -

 ছোট্ট মাংস পিন্ডে। 

 আমি যখন বাষ্পীভূত পানির মত, 

পাড়ি জমাবো অসীমের পানে। 

সেদিন হয়তো জমে যাওয়া রক্তে

টইটুম্বুর মাংসপিণ্ড -

তোমায় না বলে দিবে স্বার্থপরের মত। 

সেদিন আমায় ক্ষমা করে দিও......

জয়িতা, তোমায় আমি -

খুব বেশী ভালোবাসি।