সুখে থাকিস তুই

সুখে থাকিস তুই

শাহীন রহমান

"প্রিয়,তোর বিহনে এই মনের জমিন,অনাবাদি ভূঁই, 

যেথায় থাকিস যেমন থাকিস,ভালো থাকিস তুই ।

অনেক ভালোবাসি তোরে,তবু করলি আমায় পর,

তুই আমার হৃদয় উজাড় করে,বাঁধলি সুখের ঘর ।

স্বজন,তোর অপমান অবহেলা,সবি আমি বুঝিরে,

তবু ব্যাকুল মনে আকুল আমি,হিয়ার মাঝে খুঁজিরে।

সখা,আকুল করা প্রণয় প্রীতি সাজিয়ে আমি থুই,

আমার হৃদ মাঝারে আবার যদি ফিরে আসিস তুই।

দেখিস তোর দু'চরণ ধুয়ে দেবো,চোখের জলে আমি,

এই হৃদয় মাঝে লুকিয়ে তোরো রাখবো দিবাযামি।

তোর আকাশে মেঘলা হলে,আমার হৃদয় যাবে ক্ষয়ে,

তখন অঝোর ধারায় ঝরবো আমি শাওন বারী হয়ে।

তোর আকাশে মেঘলা হলে,হয় আমার আকাশ ভারি,

এই কাজল নয়ন অঝোর ধারায়,ঝরায় শাওন বারী।

তোর রাঙা পা'য় ছড়িয়ে দিলাম,শিউলি বকুল জুঁই, 

আমার কলজে পোড়া গন্ধ মেখে,সুখে থাকিস তুই।