টি-টোয়েন্টি ক্রিকেটে আবার কোচ হচ্ছেন শ্রীধরন

বাংলাভাষী ডেস্কঃঃ

রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ দলের প্রধান কোচ হলেও মূলত গত এশিয়া কাপ থেকে তিনি টি-টোয়েন্টি দলের আর কোনো দায়িত্বে ছিলেন না। সেখানে ভারতের শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেওয়া হয়েছিল টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে।

তার অধীনে টি-টোয়েন্টি দল খুব একটা ভালো করতে না পারলেও রুগ্ন অবস্থায় কাটে উঠতে পেরেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ছিল জয় পেয়েছিল দুটিতে যথাক্রমে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে বিপক্ষে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত জিতেছিল দুই ম্যাচের সিরিজ। সব মিলিয়ে শ্রীধরনের অধীনে বাংলাদেশ ১৩টি ম্যাচ খেলে বেশ কয়েকটি ম্যাচ লড়াই করে হেরেছিল এসব লড়াইয়ের মাঝেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ফিরে পেতে শুরু করেছিল। যার চূড়ান্ত বই প্রকাশ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

কিন্তু শ্রীধরনের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীধরন ফিরে যান দেশে। তার সঙ্গে সেসময় চুক্তি না বাড়ানোতে অনেকেই অবাক হয়েছিলেন। অবশেষে আশার খবর সেই শ্রীধরন আবার ফিরছেন বাংলাদেশে এবং সেটা দীর্ঘ মেয়াদের জন্য। সেই মেয়াদ হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

বুধবার (২৮ ডিসেম্বর) প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর পদত্যাগ নিয়ে কথা বলতে এসে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দিয়েছেন সে রকমই ইঙ্গিত।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে এখন থেকে দুজন আলাদা কোচ দেখা যাবে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একজন এবং টেস্ট ও ওয়ানডের জন্য আরেকজন।’

টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদা কোচ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আগেই পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদা কোচ রাখা হবে. আমাদের বোর্ড প্রেসিডেন্টও এ কথা আগে বলেছেন। আমরা চেষ্টা করছি আগামী পাঁচ বছর যাতে বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে থাকে সেভাবে কাজ করে যাওয়া।’