টিউলিপ

টিউলিপ

সুব্রত চৌধুরী 

টিউলিপ ছুঁয়েছে তোমাকে

নাকি তুমি ছুঁয়েছ টিউলিপ?

তোমার ছোঁয়ায় টিউলিপ পাপডি মেলেছে

নাকি টিউলিপের ছোঁয়ায় তুমি পাখা মেলেছ,

আনমনে ভাবছি বসে

হঠাৎ দেখি সামনে দাঁড়িয়ে তুমি

টিউলিপ হাতে।

ধন্দে পড়ে গেলাম

টিউলিপ ছোঁবো

নাকি তোমাকে?

টিউলিপ  অপ্সরির সৌন্দর্যে আমি তখন পাগলপারা 

আমি টিউলিপকেই  ছুঁয়ে দেখলাম

কেননা টিউলিপকে হারানোর ভয় নেই

অপ্সরিকে হারানোর বড্ড ভয় আমার,

কারন আমি যে ঘর পোড়া গরু।