ঈদের কবিতা

ঈদের কবিতা


মাসুদ করিম


চাঁদ উঠেছে ঈদ এসেছে 
খুসি সবার মনে
ফুটপাতের ঐ ছেলটির 
দুক্ষ বড় মনে,
নতুন জামা পড়ে হাটে বড় 
লোকের ছেলে
তাই দেখে গরিব ছেলে 
মাকে গিয়ে বলে।
মা গো আমায় দাওনা কিনে 
একটি নতুন জামা
তাই পড়ে আজ ঘুরতে যাবো 
দাওনা ও গো মা,
গরিব ছেলের দুখিনী মা নিরবে 
অশ্রু ফেলে
কঠিন একটি বায়না ধরেছে তার কলিজার টুকড়া ছেলে।
দুখিনী মা রাস্তায় নামে নিয়ে
ভিক্কার থালা হাতে
একটি করে টাকা চেয়ে কিনবে 
ছেলের জামা তাতে,
বড় লোকের বিলাশ জীবন 
ভাবায় দুখি জনে
দুখিজনের জীবন চলে এক 
একটি পয়সা গুনে গুনে।
ধনী জনে চাইলে তাদের মুখে 
হাসি দেখতে পারে
দেয় যদি তাদের নতুন জামা 
একটি একটি করে,
দয়াল মাবুদ দাওগো মোদের 
মনে দয়ায় ভরে
জীবন যেন বিলাতে পারি 
দুখির সেবা করে।