তিন ফসলি জমিতে কোনো উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

তিন ফসলি জমিতে কোনোরকম উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না। সোলার প্যানেল, বহুতল ভবন, যেকোনো ধরনের সরকারি স্থাপনা নির্মাণ কিংবা প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।

তিনি জানান, এখন থেকে তিন ফসলি জমিতে কোনোরকম উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না। প্রকল্প নেওয়ার আগে ভালো করে সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করে নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ ব্যাপারে তারা মাঠ পর্যায়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে প্রধামন্ত্রীর নির্দেশনার কথা জানাবেন। একই সঙ্গে বিষয়টি জোরালোভাবে মনিটরিং করা হবে।