তফাত

তফাত

  শাহারা খান 

তুমি সাজলে,আমি সাজলাম,

তফাত শুধু এক জায়গায়।

তুমি পরলে রঙিন কাপড়,

সাদা কাফন আমার গায়।

তোমার জন্য হাসবে সবাই,

করবে আনন্দ উৎসব।

আমার জন্য অশ্রুসজল চোখ,

থাকবেনা কোন খুশির রব।

তোমার গায়ে পারফিউমের সুবাস,

আমার গায়ে ছিটা আতরের।

তুমি যাবে সাজাতে সংসার,

আমার বিদায় চিরতরের।

পালকি চড়ে তুমি লোকালয়ে,

আমায় রেখে আসবে একা।

তুমি থাকবে স্বজন নিয়ে,

আমার সাথে হবেনা কারো দেখা।

তুমি দেখবে রঙিন স্বপন,

গড়বে নতুন বাসর।

স্বপ্ন বাসর ইতি হলো আমার,

ঠিকানা হলো মাটির কবর।

বিয়ে মরণে তফাত হলেও,

দুটোতে আছে অপূর্ব সমন্বয়,

কোথাও হাসি কোথাও কান্না,

এভাবেই চলছে জগতময়।