তবুও ভালোবাসি

তবুও ভালোবাসি

শফিকুল মুহাম্মদ ইসলাম 

অজস্র পুরনো স্মৃতি পড়ে গেলো মনে

তুমি ছিলে কৌতুহলী প্রেম প্রতিক্ষণে,

দ্রোহের অনলে পুড়ে হয়েছি যে ছাই

তবু তুমি ছাড়া মোর আর কেহ নাই।

কৈশোরে উথলা তব প্রেমের পরশে

আঁখি পাতে নিদ নাই চেতনা হরষে,

দিনের শেষ প্রান্তরে ছড়িয়ে পড়েছে

প্রয়োজন ছিলো তাই এ সব করেছে  

তব মেঠোপথে আজো চেয়ে থাকি রোজ,

এইখানে এসে তুমি রাখো কিছু খোঁজ! 

নদীর জলেতে দেখি বিরহের সুর;

কান পেতে শব্দ শুনি বেদনা বিধুর !

আজি কেন তব সেই অবসর নাই 

ভালোবাসো ভালোবাসি বলেছিলে তাই

আমাদের যদি কোনো ভুলত্রুতি হয়

তবে তুমি মোর সাথে থেকো সে সময়!