অতন্দ্র প্রহরী

অতন্দ্র প্রহরী

নূরজাহান শিল্পী 

তুমি বুঝো নি , বুঝতে ও চাও নি

 কতটা শব্দের রক্তক্ষরণ হলে  হৃদপিণ্ডের ব্যবচ্ছেদ হয় 
পুড়ে  যায় নীল শহর , পুড়ে যায় পায়ের নীচে সবুজ ঘাস 
মাথার উপরে ঐ নীল আসমান 

তুমি বুঝো নি , বুঝতে ও চাওনি --
কতটা অন্তর্নিহিত দহনে জোছনার রঙ ফিকে হয় 
কনে সুন্দর আলোরা  বিষাদের রঙ ছড়ায় 
রোজ মৃত্যু হয় স্বপ্নের 

তুমি বুঝো নি , বুঝতে ও চাও নি
একবার নিজের ভেতর ডুব দাও 
দ্যাখো যে জমিন তোমার সেখানে সবুজ ঘাস নেই , ঘাস ফড়িং নেই , সপ্নীল স্বপ্নচূড়া নেই
অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছি আমি ..