থমকে গেছে

থমকে গেছে


       শাহারা খান
     
থমকে গেছে মাটির পৃথিবী,
নিরুপায় আজ মানুষ।
সর্বনাশা করোনার ছোবলে,
হারিয়ে  যাচ্ছে হুঁশ।

দিনের পর দিন গেলো,
মাসের পর গেলো মাস।
দয়া মায়া নেই অন্তরে,
যাচ্ছে করে সর্বনাশ।

স্বামী হারায়ে স্ত্রী কাঁদে,
স্ত্রী হারায়ে কাঁদে স্বামী।
পুত্র শোকে পাগল মাতা,
 কাঁদে দিবস যামি। 

অপ্রয়োজনে বাহিরে যেতে,
আছে কিন্ত মানা।
সতর্কতা না মানলে,
করোনা করবে হানা।

ঈদ কিংবা পূজা পার্বণে,
আগের মতো নেই আনন্দ।
থমকে গেছে স্বাভাবিক চলা,
নেই জীবনে কোন ছন্দ।

হিন্দু মুসলিম সবার ঘরে
কেমন যেন বিষাদের ছায়া।
এবার ঈদেও কারো ঘরে,
হবেনা বুঝি আসা-যাওয়া।

তিমির রাতের অবসানে,
আসবে নিশ্চয় সুদিন।
সব যাতনা ভুলে যাবো,
করোনা হলে বিলীন।