দশের থেকে কেউ বড় না

দশের থেকে কেউ বড় না

 জহির ইসলাম 

-----------

১ এক, একতাই বল  

২ দুই, মতে'র অমতে সাজাইও না ঘর

৩ তিন, ত্রিভুজ প্রেমে হইও না স্ত্রীর থেকে পর

৪ চার, চার পায়ে একসাথেই চল্ তবেই থাকবে বিশ্বাসের বল।।

৫ পাঁচ, হাতে'র পাঁচ আঙুল কিন্তু সমান নয়

৬ ছয়, তাই সব বলে ছয় হবে এই ভাবনাটা ঠিক নয়

৭ সাত, সাত পাঁচে কখনো বলো না কথা 

৮ আট, কারণ আট কপালের ভাগ্য সবার থাকে না।।

             তাই,,,,,,,,,,,

৯ নয়, বৃহৎ একক সংখ্যা হয়েও  

১০ দশ, দশে'র থেকে কখনো বড় না।।

একতাই বল 

এই কথা কখনো'ই মিথ্যে না।।