স্মৃতি

স্মৃতি


মহুয়া চক্রবর্তী।
( ভারত, কলকাতা )

স্মৃতির চাদর ঢেকেছে আজ আমার ভালোবাসা,
চোখের জলে কাটছে প্রহর
বাজছে বুকে বিদায় বেলার শেষ সুর
মনের যা ছিল মান অভিমান
সকলি যে আজ ধুলায় ভাসমান।
ক্লান্ত মন আমারে বোঝায়
কেন কাদিস মিছে ভালোবাসার তরে
বিরহের দহন পীড়ায় মন কে পোড়াস বারে বারে।
বিচ্ছেদ দুঃখ নিয়ে আমি থাকি
যা ছিল সব স্মৃতি তা আজ
বুকে জড়িয়ে আগলে রাখি।
হঠাৎ মনে ভাবি, এই বুঝি আমার ভোরের তারা
এল সাঁঝের তারার বেশে,
অবাক চোখে তাকিয়ে থাকি
হারিয়ে যাওয়া দিনের স্মৃতি গুলোর মাঝে।
আমার তৃষিত নয়ন পথের পানে চেয়ে
তার আশায় আশায় থাকি
দূর দিগন্ত চেয়ে কাহারে যে ডাকি।
জীবন আমার রঙিন কুয়াশায়
আজ ফেলেছে ঢেকে,
সাঁঝের আধার হলে ম্লান মরন
সেদিন নেবে আমায় ডেকে।