দায়

দায়

     ভবতোষ দাস

হৈমন্তীক তুফানে তরী

ভারে হয় বেসামাল।

ভরা তরী ভরাডুবী --রোয়ানো বীজ

জীবাণু যণ্ত্রনায় বাস্তব

ভাঙা হৃদয়ের সম্পদহারা অসীমে সসীম

কৃত্রিম পরাজয় গ্লানী।

আদতে সে-তো অবগাহন--গেরিগোলা জল, বৈপরীত্যের কাঁটা--জলজ উদ্ভিদ

টান রাখে নীচুপানে।

সফলতা--প্রতিভাত দায়

তোলে তাকে তীরের টানে।

চ্যুতি থেকে উঠে আসে জয়।

কঠিনে বুক বাঁধে সে চৈত্র তুফানে

উজিয়ে নেয় ভরাডুবির ভরাতরী।