বাংলার বুক

বাংলার বুক


এম,কাইয়ুম খাঁন
    প্যারিস।

কি হচ্ছে সোনার দেশে??? 
 বানের জলে যাচ্ছে ভেসে
জন মানব সবই   ত্রাসে
রক্তে তাদের চিবুক ভাসে। 

সামপ্রদায়িক  উগ্রনীতি
ধর্ম অথবা রাজনীতি,
সংস্কৃতি কিংবা অর্থনীতি 
,হচ্ছে লোপাট রাতারাতি। 

মিথ্যাচারে প্রতিভা ধরে 
  . জীবন নাশে অন্ধকারে,
মানবতা সবই তুচ্ছ করে 
 মানচিত্র-টা নিচ্ছে ছিড়ে।

বাংলার বুকে অগ্নি -দহন
পাড়া মহল্লায় ঝরছে জীবন
নেই তোয়াক্কা বিধি শ্বাসন
আইন কানুন মুঠোয় ধারণ।
সময় রীতি নেই কোলাহল 
নষ্ট হচ্ছে সব মুক্ত মহল,
আগ্রাশনের চিত্র বিরল
খুবলে খাচ্ছে শকুনের দল।

বিধিনিষেধ গোল্লায় ছেড়ে
রাজপথে অধিকার কেড়ে, 
ভয়ভীতি সর্ব প্রদর্শন করে 
বলয় দিয়েই নিচ্ছে ঘিরে। 
সমাজ-পতিরা বিবেচনায়
আদর্শ নীতি ভাসণ ধারায়,
 মঞ্চে কথার পুস্প ফোঁটায়
মুখোশ রচনা নব্য অধ্যায়।

নিভ`ছে ধীরে সত্য যোতি
  . মিথ্যে ভাসে আলোক রতি
উন্নতি আর সাম্মপ্রীতি
নিস্পেষিত হচ্ছে দিবারাতি।