না বলা কথা

না বলা কথা
(ছাত্রী সুস্মিতার মৃত্যুতে)
লিটন রাকিব 
আমি তোর চোখে দেখেছিলাম
সততার আবেশ।
আমি তোকে দেখে অনুভব করেছিলাম
সত্যিকার সাহসিকতার। 
যানি তুই মেনে নিতে পারিসনি
কাপুরুষের অমানবিকতা। 
সেকারণেই তুই জ্বালিয়েছিস
প্রতিবাদের আর এক ভাষা। 
আজ তুই নেই, গুঞ্জন ওঠে যখুনি 
যারা দেখেনি কখনও তোর মুখ 
জানে না তোর আঘাতে ছিন্নভিন্ন 
হয়ে যাওয়া স্বপ্ন তারাও
আজ রাজপথে মোমবাতির মিছিলে
আমি-আমরা, আমরা সবাই 
আজ মনেপ্রাণে শুধু এইটুকু চাই
তুই যেখানেই থাক, শুধু ভাল থাক..