মায়াবী উড়না

মায়াবী উড়না


সালেহ মওসুফ 

বারান্দায় বসে রাজকীয় আসনে
উৎসবের রঙে জোছনা বিলাসে
মেতেছিলাম আজ
শরতের কোজাগরী চাঁদের আমন্ত্রণে ।

দূরের নিয়ন বাতিতে আমার দৃষ্টি  পড়লো
নিয়নের আলো
নিভে নিভে জ্বলছিল 
সাদা ওড়না দেখি কার 
দুলছে হাওয়ায় ; নির্বিকার 
আমি  নির্লিপ্ত  দৃষ্টিতে 
তাকিয়ে ভাবি তাহার!

ধ্রুপদী গজলের প্রাণ ছোঁয়া সুরে 
পাত্রে পাত্রে ঝংকারে 
মদিরা কেঁপে উঠে জলতরঙ্গে ;
রুপালী কিরণ চুমু দিয়ে যায় 
গাছে গাছে, শাখায় শাখায় 
লুটিয়ে পড়ে জমিনে
চাঁদের উত্তাল  মায়া, ঝরে পড়ে সুধারস
আমার সারা দেহে , ঠোঁটে মুখে
আর  উন্মীলিত আঁখির পাতায়। 

নেশামাখা নয়নে 
তাকিয়ে দেখি সামনে 
ওড়নাখানি ভেসে আসে 
আমার পানে  
এত প্রমোদ, এত সুর, এত জোছনা 
সকল নেশা কেড়ে নিলো আমার
হাওয়ায় ভেসে আসা 
মায়াবী  সাদা ওড়না।।