নিবুনিবু জ্ঞান মশাল

নিবুনিবু জ্ঞান মশাল

 মীর মোঃ মুনিরুজ্জামান!

আমি "কম৩"!, সর্ববিদ্যাধারী, নামে "যুগের আলো",

নইতো পাচাটা, তেমন কেউকেটা কেউ!

মুক্তিযুদ্ধ কালে ছিলাম দুঃসাহস নিয়ে দেশের ভিতরেই,

এক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফেউ!

তাই, পেয়েছিলাম একটি মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্র,

'৭৩ এর জানুয়ারীতে লাগিয়ে আগুন দাউদাউ,

আমার ফুফুর বাড়ী সহ সার্টিফিকেটটা পুড়িয়েছে কেউ!

ভিক্ষা পাব না বলে হতাশ হইনি, মানুষ হওয়ার চেষ্টা করেছি --

বুকে পুষে অর্ণবের বিশাল সব ঢেউ!

জ্ঞানপ্রদীপের সলতেটা অতি যত্নে পেঁচিয়ে, পাকিয়ে

অসীম শান্তির লক্ষ্য নিয়ে যা-ও,

জালিয়েছিলাম জ্ঞান-আহরণ, বিতরণের বিশাল মশাল, 

পেয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদধারীদের জ্বালানীর ভাও,

"বায়ান্ন"তে জন্মে "স্বঘোশিত ভাষা সৈনিক", "ঊনষাটে" এসে "সরকারী কালাকানুনে"

"বয়সের গেঁড়াকল"এ ফেলে বন্ধ করে দিয়েছে তা-ও!

তাইতো, আজ একাত্তুরের সলতেটা জ্বলছে নিবু নিবু,

পর্বত সম বিশাল মন ভাঙার দুঃখে কাঁদি ভেউভেউ!!