নারী

নারী

আ. বাতিন (রাজু) 

নারী তোমা হতে সৃষ্টি মোর 

তোমাতেই উৎপত্তি, 

তোমা হতে পূর্ণ আমি 

তুমিই চির শক্তি। 

আবার! 

তোমা হতেই প্রভেদ বিনাশ 

সর্ব ধ্বংসের সংহার, 

তুমিই করো সজীব চিত্ত

এক নিমিষে আঙ্গার। 

 

তুমি জ্বালাও জগৎ জুড়ে 

দীপ্ত সুখের আলো, 

তোমার ছোঁয়ায় দূর হয়ে যায়

অমানিশির কালো। 

নারী তুমি তিমির তমসা

অনিষ্টপাত মনন,

তুমিই ডাকো ঘোর আঁধারে

আলোকচিত্ত জীবন। 

তুমিই পারো ফোটাতে পুস্প 

নীরস কষ্টিপাথরে,

প্রীতির আলপনা একেঁ দাও 

কঠোর পাঁজরে।  

নারী তুমিই পত্নী বহুরূপী 

রাখো নিখিল ধরা সচল, 

তোমার শূন্যে জগৎ সংসার 

এক নিমিষেই অচল।