হাতটা ধরলে ধরো

হাতটা ধরলে ধরো

হাসান ফরিদ

এতো ভেবো না তো! হাতটা ধরলে ধরো!

কোনো করুণা করে নয়; ভালোবেসে ধরো।

মনে কোরো না অবেলা গোধূলি বলে—

সামনে শুধু অন্ধকার আর অন্ধকার!

আলোর যাত্রী হয়ে আসো; চাঁদের খেয়াটা একটু একটু করে ভাসাও

মন পবনের বৈঠাটা শক্ত করে চালাও

আমিও তো সাথেই আছি....এত দোলাচল কেন করো!

আমার এ-ই বাঁ হাত শ্রমিক মজুরের হাত;

হাতুড়ি-কাস্তে আর লাল পতাকা ধরা কৃষকের হাত;

এ-ই হাতেই হয়েছিল লাল সূর্যখচিত সৌম্য প্রভাত—

একদিন স্বপ্নরা বুক চিতিয়ে হাঁটতো এ-ই সাম্যের পথে-ঘাটে; লেলিন আর মার্ক্সের মন্ত্রে দীক্ষিত হয়ে মিছিলে মিছিলে গাইত জীবনের গান হাটে–মাঠে;

সোনালি যৌবনের রুপালি তলোয়ার ধার, পাথুরে পাথর সেই পারাবত হওয়া পার,

হাতে হাতে সমাজ বদলের হাতিয়ার;

সুকঠিন শপথ হৃদয়ে ধারণ করে 

এইতো সেদিনও ছিলাম রাজপথে....

সোনালি দিন রঙিন পোস্টারে ছাপানো ছিল 

লাল নীল সাদা হরফে সমুদ্র সফেন আগামীকাল আঁকা ছিল;

হৃদয় উনুনে ফুটতো কবিতার আরক; আরো কত কি...

রূপালি নক্ষত্রের পেয়ালায় সেসব সুবার্তার চা ঢেলে খেয়ে

চলো আবার চাঙ্গা হয়ে উঠি;

সত্য আর সুন্দরের, প্রগতির হাতিয়ার ধরে এগিয়ে চলি নিপীড়িত মানুষের কথা বলি

শান্তির পৃথিবী বিনির্মাণে সমুন্নত রাখি মুষ্টি মুঠি...

হাতটা ধরলে ধরো; এখনি সময় সূর্য ওঠার, কৃষ্ণচূড়ার পথে ছোটার—উঠে পড়ো প্রিয়তমো...শক্ত করে বাঁ হাতটা

ধরো...