নিস্তব্ধতা

নিস্তব্ধতা

উম্মে হাবীবা আফরোজা

স্বপ্নচারীর গতিবেগে ছুটছে ছুটন্ত পথিক,এই শহরের অলিগলিতে -

তোমার পদক্ষেপের চিহ্ন, 

মনের অলিগলিতেও তোমার বসবাস, তবুও অলিগলির প্রেম রাজপথ পায় না

শহর জুড়ে নিস্তব্ধতার শিশির,

মগজ জুড়ে রিক্ততা, 

ঐকতানে হরতাল, 

গভীর দীর্ঘশ্বাস। 

নিশি রাতে যোনির হাহাকার আর্তনাদ,

আছে ব্যর্থ মানুষের হৃৎপিণ্ড নিংড়ানো 

দুঃখ বারো মাস।

আছে নীলাভ হার্টবিটের ঘূর্ণিপাকে বন্দী হৃদয়, 

অথচ কোথাও প্রেম নেই,

নেই ভালোবাসা,

নেই মনুষ্যত্বের মস্তিষ্ক। 

মুঠোফোনে বন্দী আজ পৃথিবী,

আজও শহর জুড়ে সব আছে,

শুধু তুমি নেই, না শহরে, না এই পৃথিবীতে। 

প্রিয়জনকে যে যতোটা গভীরভাবে ভালোবাসতে জানে- সে ততোটাই অসহায় হয়ে পড়ে আপনজনের বিরহী প্রস্থানে।।