সেই সুমিষ্ট দিন গুলো

সেই সুমিষ্ট দিন গুলো


নিশাত ফাতেমা

ঘুম ভেঙ্গে যেত ফজরের আজানে 
কাক ডাকা ভোরে,
পাখির কিচির মিচির সুরে 
হরষে বিভোর।

ফুটেছে প্রভাতের রবি

শিশির ভেজা লাউয়ের ডগায়
ঘাসের ডগায়,
নিঝুম রাতে শিক্ত ধরণীর বুকে
ফেলে আসা দিনগুলি আজো
আমায় ডাকে!

সারি সারি সুপারী গাছ
ঘন ছায়া,সবুজে সবুজে
কলাগাছের মেলায়
বইতো শীতল বাতাস।

ফুটেছে প্রভাতের রবি।

পুকুর পাড়ে আপন মনে
কথা বলতাম শতশত।
কখনও.....
দৌড়ে ছুটে যেতাম ফুল বাগানে,
প্রজাপতির রঙ্গিন বাহারে 
নিজেকে হারিয়ে
বিমুগ্ধ নয়নে!

ফুটেছে প্রভাতের রবি।।