পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিলো এরোসা ফাউন্ডেশন

পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিলো এরোসা ফাউন্ডেশন

বাংলাভাষী ডেস্ক :

প্রায় ১০দিন ধরে বাড়িতে আটকা শতাধিক পরিবার। বাড়ির ভিটে থেকে শুরু করে চতুপার্শ্বে পানি আর পানি। যে দিকে চোখ যায় শুধুই পানি। কেউ বাড়ি ছেড়ে চলে গেছেন। আবার কেউ কেউ যাবার কোনো জায়গা না থাকায় নিজ ভিটেতেই দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর কাছে উপহার স্বরূপ চাল ডাল আলু পেয়াজ তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধপত্র পৌছে দিয়েছে এরোসা ফাউন্ডেশন নামের একটি সংস্থা। মঙ্গলবার দিনভর নৌকাযোগে লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।
এরোসা ফাউন্ডেশনের কর্ণধার হাসনাত জামাল রোমেলের নেতৃত্বে দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর, দাউদপুরসহ কয়েকটি গ্রামে এসব উপহার সামগ্রী পৌছে দেন বিতরণকারী টিমের সদস্যরা। এসময় বানবাসি মানুষ তাদের অবর্ণনীয় দূর্ভোগের কথা তুলে ধরেন ত্রাণ বিতরণকারী টিমের কাছে। লাভলী বেগম নামের নারী সন্তানদের নিয়ে ঘরে বন্দী অবস্থায় জানালা দিয়ে এরোসা ফাউন্ডেশনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনাদের মতো লোকেরা আসছেন বলেই আমরা আশায় বুক বেধে আছি। দুঃসময়ে সাহস পাচ্ছি।
একই সময় নৌকাযোগে একাধিক টিমকে রান্না করা খাবারসহ অন্যান্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।