পদ্মা সেতু> বাংলাদেশ নামক রাষ্ট্রের সিক্স প্যাক

পদ্মা সেতু> বাংলাদেশ নামক রাষ্ট্রের সিক্স প্যাক

--------আব্দুছ ছালাম চৌধুরী 

সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে— মূল মন্ত্র ----"জয় বাংলা"

তারপর এসেছে শাখা স্তম্ভগুলো। এসেছে সংবিধান। এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এসেছে মুক্ত অর্থনীতি তথা বাকস্বাধীনতার। এসেছি গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গিরার। এসেছে সকল ধর্মের সহমর্মিতা সহবস্থান। 

যদিও অর্থনৈতিক চালিকা শক্তিতে সবার শীর্ষে গার্মেন্টস সেক্টর। তথাপি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে শ্রমজীবী মানুষ প্রধান কারিগর। এসেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, ফিরে এসেছে আগেকার সোনালী আশ। বৈপ্লবিক উন্নয়ন মাছ চাষে। জাহাজ শিল্পে।

অতন্দ্র প্রহরী আমাদের গৌরব গাঁথা সেনাবাহিনীতে দিনের-পর-দিন যুক্ত হচ্ছে আধুনিক সমরাস্ত্র। চারিপাশে আমাদের শক্ত অবস্থান তৈরী হয়েছে। বৈদেশিক রিজার্ভ ও বেড়েছে । 

এখন আমার দরকার স্রুতি —সবুজ বনায়ন এর আশেপাশে সুন্দর গ্রহণযোগ্য মজবুত রাস্তাঘাট। টেকসই ব্রিজ। 

এই টেকসই ব্রিজের ক্ষেত্রে, মাইল ফলক সৃষ্টি করেছে পদ্মা সেতু। সম্প্রতি সেই স্বপ্নের পদ্মা সেতুটি ২৫ শে জুন উদ্বোধন হলো। এখানে এসে অক্লান্ত পরিশ্রম মেধা,, দক্ষতার পরিচয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

অচিরেই আরেকটি মাইলফলক ছুঁইতে যাচ্ছে কর্ণফুলী টানেল। আশাকরি জমকালো আয়োজনে উদ্ভোদন হবে। ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে ও সেখানে নতুন দুয়ার উন্মোচন হবে।  

তারপর কাঙ্ক্ষিত মেট্রোরেল। মানুষের সুযোগ সুবিধা স্বল্প সময়ে নিরবিচ্ছিন্ন পথ চলা।

সবমিলিয়ে বাংলাদেশ দৃষ্টিনন্দন হবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে। অভূতপূর্ব উন্নয়নে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান হবে প্রথম সারিতে। 

জননেত্রী শেখ হাসিনা গানের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা তথা বহিঃবিশ্বে বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। 

পদ্মা সেতু বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য সিক্স প্যাক। 

কারণ

পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা পয়েন্ট তথা সুস্পষ্ট সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। সরাসরি ৮ টি জেলা সহ ১৯ টি জেলা ওতপ্রোতভাবে উপকৃত হবে। তা ছাড়া বাংলাদেশ তথা ভারত নেপাল ভুটানে যুক্ত হবে। এতে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হবে।