পলাতক মন 

পলাতক মন 

আমির হাসান মিলন

পালাতে চায় না মন ,

পালাবেইবা কোথায়। 

বারেবারে রাজপথে গিয়ে থেমে যায় ,

নীড়ে ফেরা পাখীর মতো 

গোধূলি বেলায় ফিরে হয় বাধ্য বালক , এই মন , 

আজকাল আর পালাতে চায় না। 

কোমলে'রা এখানে গিনিপিগ । 

মনেরই মতো ঐ প্রতিবাদি পিতা 

রাজপথ থেকে ফিরে আসে ,হয়ে উচ্ছিষ্ট,

চুপচাপ সয়ে যেতে শিখে যায় ।   

দীর্ঘশ্বাস , গিনিপিগ , পিতা আর অপ্রতিবাদি নেতৃত্ব মন 

এই নিয়ে আছি , লোভ-লালসার সাম্রাজে । 

মনে হয় মরে যাচ্ছি ............... 

আর পালাতে চায় না মন ।