পাশেই ছিলে

পাশেই ছিলে



নাসরিন জাহান মাধুরী 

তুমি পাশেই বসে ছিলে--
দেখতে পাওনি কত সহস্র শব্দ নিয়ে
খেলে গেলাম একাকি--
আমিও দেখিনি কত সহস্র ছবি তুমি স্ক্রল করে গেলে
সেলুলয়েডের ফিতার মতো--

তুমি পাশেই ছিলে 
দেখোনি কত শত পথ
কত নদী সমুদ্র পেরিয়ে এলাম--
আমিও দেখিনি কয়টা সাঁকো পেরোলে তুমি
তোমার সাইকেলের চেন কবার পড়লো।

তুমি পাশেই ছিলে
দেখোনি আমি কান্না লুকিয়ে হাসছিলাম--
আমিও দেখিনি তুমি কি লুকাও!
দুঃখ নাকি পরাজয়!
নাকি আরো কিছু আছে!
আমরা কেউ কাউকে দেখাই না।


২৫.০৬.১৯