সাম্যের গান

সাম্যের গান

  শাহারা খান 

    

বিংশ শতাব্দীর আজকের দিনে

গাইতে এসেছি সাম্যের গান

আমার চোখে পুরুষ-নারী

নেই কোন ব্যবধান।

প্রথম মানব বাবা আদম

তার সাথে বিবি হাওয়া

সেই সুত্র ধরে মহান প্রভু

করলেন সৃজন এই দুনিয়া।

নারী পুরুষ মিলে শোভিত হলো

রাষ্ট্র সমাজ আর সংসার

কারো অবদান নেইকো কম,

করবোনা কভু তা অস্বীকার।

জাহেলিয়াতের যুগে নারীদের সাথে

করা হতো অমানষিক আচরণ,

কন্যা সন্তান জন্ম হওয়া ছিল

তাদের কাছে অমঙ্গলের কারণ।

ইসলাম বলেছে যার আছে 

২/৩টি কন্যা সন্তান,

এবং সঠিক ভাবে করছে লালন

তার বিনিময়ে পরকালে পাবে

জান্নাতে চিরস্হায়ী আসন।

স্বামীর শব দাহের সঙ্গে বিধবা

 স্ত্রীকে জীবন্ত দাহ করা ছিল 

পূর্বেকার হিন্দুধর্মীয় রীতি,

লর্ড বেন্টিঙ্ক করেছেন তা উচ্ছেদ

জানাই তারে শ্রদ্ধা ও প্রীতি।

 একসময় আধুনিক শিক্ষা

মেয়েদের জন্য ছিল নিষিদ্ধ

পর্দা প্রথা মেনে চলে

অন্তপুরে থাকতো তারা আবদ্ধ।

সে যুগেই বেগম রোকেয়া 

সংগোপনে মগ্ন হতেন জ্ঞান চর্চায় 

নারী জাগরণের অগ্রদুত

তার কথা কেমনে ভুলা যায়?

উন্নতির শিখরে আরোহণ করে

নারীরা আজ দিচ্ছে আকাশ পাড়ি,

তবু ধর্ষণ ইভটিজিং কিংবা 

যৌতুকের বলি হয় কত নারী।

মাতা ভগ্নী ও বধূদের প্রতি

বন্ধ হোক সব অত্যাচার অনাচার

নারী-পুরুষ সবার তরে

পৃথিবী হোক শান্তির আগার।