ফাগুন এলো ফিরে আবার 

ফাগুন এলো ফিরে আবার 

আছিয়া হক (তিথি)

আগুন ঝরা ফাগুন এলো ফিরে আবার

অপরূপ ছন্দে ছন্দে দিগন্ত সেজেছে,

সুখ সুখ বাতাস বয়ে দক্ষিণার দুয়ারে

রক্ত রাঙা কৃষ্ণচূড়া শিমুল পলাশ ফুটেছে।

ভালোবাসার কূণ্জ কানন মুখরিত তাই

প্রিয়সীর অপরুপা রকমারি সাজ দেখে,

অলির গুঞ্জরণ কোকিলের কুহু কুহু ডাকে

প্রজাপতি পাখা মেলে উড়ে বেড়ায় সাত রং মেখে।

আগুন লেগেছে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার বনে 

লাল থোকা ফুলের মাঝে কচি পাতারা হাসে,

বিরহীনির ব্যাথিত হৃদয় কূণ্জ কাননে আঁখি জলে 

পদদলিত ঝরা পাতা নিরবে চোখের জলে ভাসে।

পিউ পাপিয়া পাখি দল বেঁধে উড়ে চলে উল্লাসে

নানান ছন্দে সুর তুলে গান গেয়ে করে ছোটাছুটি,

মহুয়ার বনে উদাসী হাওয়ায় ভেসে ভেসে 

লুকোচুরি খেলে স্বপ্ন প্রিয়াসীরা পড়ে লুটি।

মধুর বসন্ত এসে দাঁড়িয়ে মোর দুয়ারে

হেঁসে হেঁসে সাড়া দিয়ে ছন্দ এঁকে যায়,

কাননে কাননে ফোঁটা ফুলের সৌরভ নিয়ে 

মৌমাছিরা মধু পিয়ে গুনগুন সুর তুলে গায়।

আমি দিশেহারা আগুন ঝরা ফাগুনের পুলকে 

একাকী কাঁদি নির্ঝর নৈঃশব্দ্যের সুখের নীড়ে,

ফাগুন যেন জলন্ত আগুন তুমি হীন দুচোখের 

অশ্রু ভারে শুধুই তোমার স্মৃতিরা এসে ভিড়ে।

আজি এই বসন্তে ফুল হয়ে ফুটবে কি গো তুমি

বলো কোন কাননের শাখে মোর প্রিয়তম সাথী,

সেই কানন তলে আমি ঝরা পাতা হয়ে পড়ে রবো

নির্ঘুম রাত জেগে ফুল হাতে আনন্দে উঠিবো মাতি।