ভাব তরঙ্গে বৃন্তি ৮ম পর্ব

ভাব তরঙ্গে বৃন্তি ৮ম পর্ব

মালা মুখোপাধ্যায়

বৃন্তির আজ বড় আনন্দের দিন

দুই পায়ে দাঁড়ানোর দিন

দ্বিতীয়বার দাঁড়ানোর দিন

বৃন্তি ভাবে এটাই তার প্রথম

আগের দাঁড়ানোটা কি ছাই দাঁড়ানো ছিল ?

সে তো মা বাবার বাহুবন্ধনে কখনও বা আঙ্গুল ছুঁয়ে। 

মায়ের জন্য একটা চওড়া লালপাড়ের কোরিয়াল বেনারসি নেবো,

কেমন হবে শিবুদা ?

মায়ের খুব সখ বহুদিনের

দোকানে গিয়ে কাঁচের সোকেশে তাকিয়ে

কতবার যে জিজ্ঞেস করেছিল ঐ মোড়ের মাথার বড় দোকানের কর্মচারীকে।

দাম শুনেই মা বলতো ,না থাক।

বৃন্তি আজ বলবে , না,"থাক " না।

আর, শিবুদা,

তোমারটা না হয় সারপ্রাইজ থাক। 

তবে শিবুদা ,

মাঝে মাঝে মনে হয় আমরা দু'জনে জার্নি করছি

লম্বা ট্রেনে 

কখনও মুখোমুখি বসে আছি দু'দিকের ট্রেনে জানলার ধারে

আমরা ঘুরছি একই দিকে

অথবা বিপরীতে ।

কিন্তু আমরা চলছি, না হোক কথা বলার সময়

তবুও তো চলছি

এবেশ বড় জার্নি !

তুমি ছুটছো 

আমি ছুটছি। 

একটা কথা না বললেও

অনেক কথা বলা হয়।

শিবুদা 

তোমার বৃন্তির

সেই না বলা কথা 

শুনতে কি পাও ?